Monday, April 27

গাজীপুরে কারখানায় দগ্ধ একজনের মৃত্যু


ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি নির্মাণাধীন কারখানায় পাইপের ফুটো থেকে গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে রেহেনা আক্তার (২৮) নামের এক নারী শ্রমিক মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয় বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত রেহেনা আক্তার দুই ছেলে এক মেয়ে সন্তানের জননী। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার গনকপাড়া গ্রামের ইয়াসিনের স্ত্রী। সোমবার সকাল সোয়া ৬টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকার ‘আগামী ওয়াশিং লিমিটেড’কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম হোসেন জানান। এ ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়। এরা হলেন-রেহেনা আক্তার, ফজলুল হক, দুলাল, ইয়াসিন ও আব্দুল মালেক। কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। অপূর্ব বল জানান, বয়লারের পাইপ লিক হয়ে গ্যাস জমেছিল। সকালে চুলা ধরানোর পর সেখানে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। এসআই আজিম জানান, রেহানা ওই নির্মাণাধীন কারখানার শ্রমিকদের জন্য রান্না করতে এসেছিলেন। তিনি চুলা ধরানোর পরপরই অগ্নিকাণ্ড ঘটে। শ্রমিকরা তখন ঘুমিয়ে ছিলেন বলে জানান এই পুলিশ সদস্য।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়