Monday, April 27

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প


ঢাকা: রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সোমবার আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ তিন দিন ধরে দফায় দফায় ভূমিকম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আজও যথারীতি মানুষজন ঘর ও ভবন থেকে বের হয়ে আাসে। আজ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের হিতুরায় এবং এর মাত্রা ছিল ৫.১। এর আগে গত শনিবার নেপাল, ভারত ও বাংলাদেশে প্রথমবারের মত ভূমিকম্প আঘাত হানে। রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, ঠাকুরগাঁও, সাভার, ও গাজীপুরেও প্রতিনিধি জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় পুকুরের পানিও নড়ে ওঠে। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের হিতুরা অঞ্চলে। রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রায়। এদিকে ভারতের পাটনা, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরে সারাদেশে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষ বাড়িঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে। রবিবার দুপুরে ফের ভূকম্পন অনুভূত হয়। রবিবার দুপুর ১টা ১১ মিনিটে ফের ভূকম্পন অনুভূত হয়। প্রায় ৩০ সেকেন্ড ব্যাপ্তির এ ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি, অফিস আদালত ছেড়ে রাস্তায় নেমে আসে। দুদিনের ভূমিকম্পে বাংলাদেশে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন কয়েক শ’। গতকাল রবিবারও নেপাল ও বাংলাদেশে অনুভূত হয়। এরপর আজ সোমবার পরপর তৃতীয় দিনের মত ভূমিকম্প আঘাত হানলো। নেপালে শনিবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯। ওইদিনের ভূমিকম্পে নেপালে ২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়