Monday, April 27

নেপালে বাংলাদেশিরা নিরাপদে আছেন


ঢাকা: ভূমিকম্প-আক্রান্ত নেপালে থাকা বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন এবং অনেকেই দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত। নেপালের বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, ভূমিকম্পের সময় নেপালে থাকা বাংলাদেশিদের অনেকের সাথেই দূতাবাস কর্মকর্তাদের যোগাযোগ হয়েছে এবং তারা নিরাপদে আছেন বলে জানিয়েছেন। খবর বিবিসির। তিনি জানান, নেপালে প্রায় একশ' বাংলাদেশি পরিবার স্থায়ীভাবে বাস করেন যারা নানা ধরনের প্রতিষ্ঠান কর্মরত। এছাড়া কিছু ছাত্রও আছেন। রাষ্ট্রদূত জানান, মাত্র একজন বাংলাদেশি নাগরিক ভূমিকম্পের কারণে পায়ে আঘাত পেয়েছেন বলে তারা জানতে পেরেছেন, তবে তিনি ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংএ বলা হয়েছে, এ পর্যন্ত কাঠমান্ডুতে ভূমিকম্পে নিহতদের মধ্যে দুজন বিদেশি আছেন বলে জানা গেছে - যার একজন ভারতীয় এবং অপরজন চীনা। নেপালের কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও দূতাবাস কম্পাউন্ডের ভেতরে তাঁবু খাটিয়ে পরিবারের সদস্যসহ ঘরের বাইরে রাত কাটাচ্ছেন বলে তিনি জানান। রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, প্রায় ২২০ জন বাংলাদেশি ইতিমধ্যে বিমানে করে দেশে ফেরত গেছেন। এ ছাড়া বাংলাদেশ থেকে জরুরি চিকিৎসা দল নিয়ে একটি সি-১৩০ পরিবহন বিমান নেপালে এসেছিল, যাতে করে ৪৯ জন বাংলাদেশিকে ঢাকা পাঠানো হয়েছে। তিনি বলছিলেন, প্রায় দেড়শ বাংলাদেশি যারা এই ভূমিকম্পের কারণে নেপালে আটকা পড়েন, তারা দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন। তাদের দেশে ফেরত যাবার ব্যাপারে এখন দূতাবাস সহায়তা করছে। আজ সোমবার ৮০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিক কয়েকটি ফ্লাইটে ঢাকা ফিরে যাবেন বলে জানান রাষ্ট্রদূত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়