কানাইঘাট নিউজ ডেস্ক:
ভূমিকম্পে নরকে পরিণত হওয়া নেপাল থেকে এক হাজার ৯৩৫ জন ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত সরকার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন করে ভূমিকম্পের আশঙ্কায় নেপালের পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকার মধ্যেই প্রচুর শিশুসহ প্রায় দুই হাজার ভারতীয়কে আজ রোববার বিমানে করে সরিয়ে নেয় ভারতীয় বিমানবাহিনী।
হিমালয়ের দেশটির বর্তমান অবস্থা ভয়াবহ বলে জানিয়েছেন বিমানবাহিনীর এক কর্মকর্তা।
প্রসঙ্গত, গত শনিবার নেপালে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে পোখারায় ভূমিকম্পটির উৎসস্থল ছিল। ওই ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে পাশ্ববর্তী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন ও হিমালয়ের অংশও।
৮০ বছরের ইতিহাসে নেপালে সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্পটির পর ধারাবাহিকভাবে আরো বেশ কয়েকটি ভূমিকম্পে বারবার আক্রান্ত হয়েছে গোটা অঞ্চলটি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়