নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় শ্রেণির বাক প্রতিবন্ধি এক শিশু ছাত্রকে উপর্যুপরি বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করায় কানাইঘাট ভাড়ারীমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ আমিরুন নেছাকে শোকজ করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি হাজী ফরিদ আহমদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহা ঐ শিক্ষিকাকে শোকজ করে অভিযোগের লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নতুবা শিক্ষার্থীকে বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করার দায়ে শিক্ষিকা আমিরুন নেছার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহা কানাইঘাট নিউজকে জানিয়েছেন। জানা যায়, গত ১লা এপ্রিল স্কুলের তৃতীয় শ্রেণির বাক প্রতিবন্ধি শিক্ষার্থী ইমরান আহমদ (১০) কে শ্রেণি কক্ষে ক্লাস চলাকালীন সময় শিক্ষিকা আমিরুন নেছা উপর্যুপরি বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে আহত অবস্থায় ইমরান আহমদকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাজী ফরিদ আহমদ গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহার বরাবরে শিক্ষিকা আমিরুন নেছার বিরুদ্ধে শিক্ষার্থী ইমরান আহমদকে রক্তাক্ত জখম সহ বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন এবং স্কুল থেকে অন্যত্র বদলির অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত সোমবার ঐ শিক্ষিকাকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেকে এনে শোকজ করে এর জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়