Monday, April 6

নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গীকার


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিবসটি উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে ‘নিরাপদ পুষ্টিকর খাবার; সুস্থ জীবনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, জারিগান, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে অনিরাপদ খাদ্যগ্রহণজনিত স্বাস্থ্য সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠান আগামীকাল সকাল সাড়ে দশটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দেশের সব জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে স্থানীয় পর্যায়েও বিশ্ব স্বাস্থ্য দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৫ উপলক্ষ্যে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামী ৯ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে। ‘রিয়ালাইজিং ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউএইচসি) গোলস: এন ইন্টারন্যাশনাল পলিসি অ্যান্ড সলিউশন কনফারেন্স’ আগামী ৯-১১ এপ্রিল রাজধানীর হোটেল র‌্যাডিশন ব্লু’তে অনুষ্ঠিত হবে। রকফেলার ফাউন্ডেশন ও বিশ্ব ব্যাংকের সহায়তায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন, গণস্বাস্থ্য কেন্দ্র, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, ব্র্যাক এবং আইসিডিডিআরবি যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করছে। কনফারেন্স উপলক্ষে আয়োজক সংগঠনসমূহের পক্ষ থেকে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার, বেলা ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও সংগঠনটি স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি আয়োজন করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়