Sunday, April 12

সরকার দুর্নামের বোঝা ঘাড়ে নেবে না


ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতোপূর্বে অনুষ্ঠিত ৯টি সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, এবারও করবে না। সরকার কোনো দুর্নামের বোঝা ঘাড়ে নেবে না। আজ রবিবার চট্টগ্রামের আনোয়ারায় আরবান আলী সড়ক পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধির বিষয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আড়াই কিলোমিটার দীর্ঘ আরবান আলী সড়কটি পুনঃনির্মাণে ব্যয় হচ্ছে প্রায় দশ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকসহ সওজ’র প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়