Sunday, April 12

নরসুন্দা লেকসিটি পরিদর্শনে রাষ্ট্রপতি


কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদী খনন, ব্রিজ ও লেকের পাড় নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার বিকালে জেলা শহরের গৌরাঙ্গ বাজার ব্রিজ, আখড়া বাজার ব্রিজ, গুরুদয়াল সরকারি কলেজ ব্রিজ, ঐতিহাসিক পাগলা মসজিদ ব্রিজ ও লেকসিটির কাজ পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। দুপুরের খাবারের পর বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন তিনি। প্রসঙ্গত, কিশোরগঞ্জ শহরকে লেকসিটির আদলে গড়ে তুলতে ‘কিশোরগঞ্জ পৌরসভা নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করে সরকার। প্রাথমিকভাবে ৬৬ দশমিক ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এ প্রকল্পে ৩২ দশমিক ৯৪ কিলোমিটার নদী খনন, নদীর দু’পাড়ের তিন কিলোমিটার পাড় বাঁধাইসহ রয়েছে দৃষ্টিনন্দন সেতু, পার্ক, ফুটপাথ ইত্যাদি নির্মাণ কাজ। নদীর পুনঃখননের ডিজাইন ড্রইংয়ের কাজ করে পানি উন্নয়ন বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। আর পৌর এলাকার তিন কিলোমিটার নদীর দু’পাড় বাঁধাসহ ফুটপাথ, রাস্তা, পার্ক, দৃষ্টিনন্দন বেশ কয়েটি সেতু ও ঘাট নির্মাণের ভৌত কাজের ডিজাইন করছে আরেকটি প্রতিষ্ঠান। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০১২ সালের দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ প্রকল্প বর্ধিত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্ল্যানিং কমিশনে আরও ৪০ দশমিক ৭৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠালে সর্বশেষ প্রকল্প ব্যয় ১০৭ কোটি ১৫ লাখ টাকায় গিয়ে গড়ায়। এ বর্ধিত প্রকল্পনুযায়ী থাকছে যশোদল সৈয়দ নজরুল মেডিকেল কলেজ পর্যন্ত নদী খনন কাজ, দৃষ্টিনন্দন ৬টি ব্রিজ- ফুট ব্রিজ নির্মাণ, আরসিসি সড়ক নির্মাণ, ফুটপাথ, দৃষ্টিনন্দন পার্ক ও বনায়ন কাজ। এরই মধ্যে প্রকল্প কাজ অনেকটা এগিয়ে গেছে। ৫টি সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। এর আগে শনিবার রাতে সার্কিট হাউজে সরকারের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একই দিন বিকালে মিঠামইন থেকে করিমগঞ্জের চামড়া বন্দর হয়ে সড়ক পথে কিশোরগঞ্জ আসনে রাষ্ট্রপতি। পথে জাফরাবাদে নিজের নামে প্রতিষ্ঠিত ‘ রাষ্ট্রপতি আবদুর হামিদ মেডিকেল কলেজ’ পরিদর্শন করেন তিনি। গত ৯ এপ্রিল চারদিনের সফরে কিশোরগঞ্জ আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হাওর উপজেলা ইটনা, মিঠামইন সফর শেষে শনিবার তিনি কিশোরগঞ্জ শহরে আসেন। শহরের খড়মপট্টি এলাকায় নিজ বাসভবনে রাত্রিযাপন করেন তিনি। আজ রবিবার বিকালে কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়