Tuesday, April 7

তাবিথ আউয়ালের প্রার্থিতা বহাল


ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংকের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এর ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তাবিথের আর কোনো বাধা রইল না। গত শনিবার ঋণখেলাপির অভিযোগ এনে তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকালে শুনানি শেষে ব্যাংকের আবেদন খারিজ করে দেয় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ছিল আপিল আবেদন শুনানির শেষ দিন। রাতেই মোট বৈধ প্রার্থীর সংখ্যা জানা যাবে। এরপর বৈধ প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়