Friday, April 10

তামিমের আকাশে কালোমেঘ!


অমৃত মলঙ্গী: সময়টা বড় ভালো যাচ্ছে না তামিম ইকবালের। বিশ্বকাপ থেকে ফিরে সবাই ফুরফুরে মেজাজে থাকলেও স্বস্তিতে নেই তিনি। কেন জানি তার খেলাটা কারো চোখেই লাগে না। এই দেখুন না, তামিম যদি স্কটল্যান্ডের বিপক্ষে অমন ইনিংসটা না খেলতেন, তবে কী হত! বাংলাদেশ তিন শতাধিক রান টপকাতে পারত? তবু পরের ইনিংসগুলোয় তার ব্যর্থতাগুলো মানুষ বড় করে দেখছেন। ‘মৌসুমি পারফর্মার’ বলে আনাচে-কানাচে গালমন্দও করছেন। হয়ত তামিম প্রতিজ্ঞা করেছিলেন, পাকিস্তান সিরিজে সব উত্তর দেবেন। খেলা শুরুতে দিন সাতেক বাকী। তার আগে প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে ফের হানা দিল সেই ইনজুরি। আর তাতেই গতকাল সাইড বেঞ্চে থাকতে হল। অবস্থা এমন দাঁড়িয়েছে পাকিস্তান সিরিজে তামিমের খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তামিমের সর্বশেষ অবস্থা জানতে কথা হয় বিসিবি ফিজিওথেরাপিস্ট বায়োজিদুল ইসলামের সঙ্গে। বলেন, ‘তামিম এবং মমিনুলকে গতকালের ম্যাচে না খেলতে পরামর্শ দেয়া হয়। মমিনুলের ইনজুরিটা বড় কিছু না হলেও, তামিমের ব্যাপারে এমআরআই করার আগে বলা সম্ভব হচ্ছে না। তবে আশা করছি শনিবারের ভেতর সব ঠিক হয়ে যাবে।’ বিশ্বকাপের আগেও এই ইনজুরি তামিমকে বেশ ভুগিয়েছিল। তখন সমস্যা ছিল বাম হাঁটুতে। অস্ত্রোপচার করায় প্রথম দুটি প্রস্তুতি ম্যাচ মিস করেন তিনি। গত বছর থেকেই তামিমের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। ওই বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ইনজুরিতে পড়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন। ছিলেন না এশিয়া কাপেও। অনেকটা বাধ্য হয়ে পাকিস্তান সিরিজে তাকে দলে রেখেছেন নির্বাচকরা। কেননা অন্য যে ওপেনাররা আছেন, তাদের অবস্থা আরো খারাপ। নবাগত রনি তালুকদারের সঙ্গে তার ওপেন করার কথা। নির্বাচকরা আশায় ছিলেন- হয়তো বিসিএলে ফর্ম ফিরে পাবেন তামিম। কিন্তু প্রথম ম্যাচে তামিম করতে পারেন মাত্র ১০। আর দ্বিতীয় ম্যাচে তো মাঠের বাইরে। নির্বাচকদের মতো নিজের মনআকাশেও চিন্তার কালোমেঘ ঘনীভূত হচ্ছে তামিমের। এবার বুঝি বৃষ্টিও নামবে! ------ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়