কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রবাদ আছে 'ইচ্ছা থাকলে উপায় হয়' কথাটি ভালোভাবে রপ্ত করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিউটি খাতুন।
শুক্রবার জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বিউটি।
জন্ম থেকেই তার দুই হাত নেই। হাত না থাকলে কী হবে, পা দিয়ে লিখেই সে বিগত পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করেছিল। ক্ষেতলাল উপজেলা শিবপুর গ্রামের বিউটি খাতুন স্থানীয় আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
বিউটি খাতুনের বাবা ভ্যানচালক বায়েজিদ আলী প্রামাণিক বলেন, "জন্মপ্রতিবন্ধী মেয়েটি শিশুকাল থেকেই পড়ালেখার প্রতি প্রবল আগ্রহী। এ কারণে তার মা রহিমা বিবি পা দিয়ে লেখার অভ্যাস করান মেয়েকে। নিজ প্রচেষ্টা, মায়ের অনুপ্রেরণা এবং শিক্ষকদের সহযোগিতায় বিউটি এবার জেএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে।"
আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাম উদ্দিন আকন্দ বলেন, "বিউটি শারীরিক প্রতিবন্ধী হলেও অত্যন্ত মেধাবী। বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক তার ব্যাপারে যত্নবান এবং তার সকল প্রকার ফি মওকুফ করা হয়েছে।"
ভ্যানচালক বাবার পক্ষে হয়তো তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে না। তবুও লেখাপড়ার সুযোগ পেলে ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিবেদিত করতে চায় সে। এভাবেই মনের ইচ্ছে জানায় বিউটি। তার জেএসসি পরীক্ষার রোল ২৯৭০৮৫।
এর আগে জেএসসি পরীক্ষা চলাকালীন বিউটি খাতুনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
খবর বিভাগঃ
বিশেষ খবর

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়