Friday, April 24

ইউ টিউবে প্রথম ভিডিও প্রকাশের ১০ বছর!


তথ্য প্রযুক্তি ডেস্ক: ইউ টিউব। কেবল নামটি শুনলেই আর কিছু বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আজকের অবস্থাতেই কি ছিল ইন্টারনেটে ভিডিও প্রকাশের এই সাইটটি? ২০০৫ সালের এক ফেব্রুয়ারিতে ইউ টিউবের আত্মপ্রকাশ ঘটলেও এতে প্রকাশিত প্রথম ভিডিওটি ‘আপলোড’ করা হয়েছিল প্রায় দুই মাস পর- ২৩ এপ্রিল। অর্থাৎ ১০ বছর আগে ঠিক আজকের এই দিনে ইউ টিউবে প্রকাশিত হয়েছিল প্রথম ভিডিওটি। জাওয়াদ করিম নামের এক ব্যক্তি ‘মি অ্যাট দ্যা জু’ শিরোনামে সেই ভিডিওটি প্রকাশ করেন, যার দৈর্ঘ্য ছিল মাত্র ১৮ সেকেন্ড। ইউ টিউবের সহ-প্রতিষ্ঠাতা জাওয়াদ করিম চিড়িয়াখানায় একদল হাতির সামনে দাঁড়িয়ে নিজের ভিডিওটি করেছিলেন। পে-পালের তিন সাবেক কর্মকর্তা শাদ হার্লি, স্টিভেন শেন ও জাওয়াদ করিমের প্রতিষ্ঠিত আজকের ইউ টিউবে প্রতি সেকেন্ডে গড়ে মোট ৩০০ ঘণ্টার ভিডিও আপলোড করা হয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়