Friday, April 24

ব্যাংক ডাকাতি: সর্বশেষ আটক দুজনও শিবির কর্মী


গাজীপুর: আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় টঙ্গীর মোল্লাবাড়ি থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আটক করা হয়। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, সর্বশেষ বিস্ফোরকদ্রব্যসহ আটক এই দুজনও শিবির কর্মী। তবে তারা কেন এবং কার নির্দেশে একাজ করেছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ডিআইজি নূরুজ্জামান জানান, শুধু ব্যাংক ডাকাতিই তাদের উদ্দেশ্য ছিল না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, আটকেরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। ব্যাংক ডাকাতির কাজে তারা যে বোমা ব্যবহার করেছে তা ইতোপূর্বে আর কখনো ব্যবহার করা হয়নি। ডাকাতির ঘটনার দিনও আটক দুই জনের মধ্যে বোরহান নামে যাকে আটক করা হয় সেও শিবির কর্মী। পুলিশ বোরহানের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু দলীয় কাগজপত্র উদ্ধার করে। তখনও নুরুজ্জামান সংবাদ সম্মেলন করে বলেছিলেন, আটক বোরহান শিবিরকর্মী। গত সোমবার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কর্মাস ব্যাংকে ডাকাতি করার সময় গুলিতে ম্যানেজারসহ আটজন নিহত হন। পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। ডাকাতদের হাতবোমা ও গুলিতে আহত হন ১২ জন। নিহতরা হলেন ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ, নিরাপত্তা প্রহরী বদরুল আলম, গ্রাহক পলাশ, মুদি দোকানদার মনির হোসেন, দোকানদার জিল্লুর রহমান, পথচারী জমির উদ্দিন ও ইব্রাহিম। ডাকাতরা মোটর সাইকেলযোগে পালাবার সময় স্থানীয় জনতা মোটর সাইকেলসহ দুই ডাকাতকে ধরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়