Monday, April 6

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি


কানাইঘাট নিউজ ডেস্ক: ১৩ এপ্রিল ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ এপ্রিল ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে তারা। ১৭ এপ্রিল মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। বাকি দুটি ওয়ানডেও হবে এখানে। ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টির ভেন্যুও মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ২৮ এপ্রিল খুলনায় শুরু প্রথম টেস্ট। এরপর ৬ মে দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। সিটি নির্বাচনের কারণে এবার চট্রগামে কোনো ম্যাচ রাখা হয়নি। সিরিজের সবগুলো ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা শুরু সন্ধ্যা সাড়ে ৬টা। টেস্ট শুরু হবে যথারীতি সকাল ১০টায়। আর প্রস্তুতি ম্যাচ ৯টা ৪৫ মিনিটে। বাংলাদেশ- পাকিস্তান সিরিজের সময়সূচী ১৫ এপ্রিল- প্রস্তুতি ম্যাচ (ফতুল্লা) ১৭ এপ্রিল-১ম ওয়ানডে(মিরপুর) ১৯ এপ্রিল-২য় ওয়াডে (মিরপুর) ২২ এপ্রিল-৩য় ওয়ানডে ( মিরপুর) ২৪ এপ্রিল- একমাত্র টি-টোয়েন্টি (মিরপুর) ২৮ এপ্রিল -২ মে- ১ম টেস্ট(খুলনা) ৬-১০মে-২য় টেস্ট ( মিরপুর)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়