বিনোদন ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে দেখা হচ্ছে হ্যাপির! এমনটাই জল্পনা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলে।
রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন হ্যাপি। মামলার তদন্তকারী কর্মকর্তার পেশ করা অভিযোগপত্রের উপর ভিত্তি করে আগামী ১৭ মে ট্রাইব্যুনালে শুনানির দিন ধার্য করা হয়েছে। সম্ভবত ওইদিনই রুবেলের মুখোমখি হতে পারেন হ্যাপি।
রবিবার বিচারাধীন মামলার চার্জশিট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা গ্রহণ করে আদালত। চার্জশিট খতিয়ে দেখার পরেই পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত।
সাক্ষ্যপ্রমাণ পেশ করতে না পারায় রুবেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এই কারণেই গত ২৯ মার্চ মামলা দায় থেকে অব্যাহতির আবেদন জানিয়ে হালিম থানায় চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়া হয়।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়