Tuesday, April 28

নেপালে নাটকীয়ভাবে বেঁচে গেলেন এক নারী


কানাইঘাট নিউজ ডেস্ক: গত শনিবারের বিধ্বংসী ভূমিকম্প ও আফটার শকের বিপর্যয়ের মধ্যেও নতুন জীবন পেলেন এক নেপালী নারী। তাঁর নাম সুনীতা সিতৌলা। মৃত্যুপুরী নেপালে ভেঙে পড়া একটি পাঁচতলা বাড়ির নীচে আরও অনেকের সঙ্গে চাপা পড়েছিলেন তিনি। পানি, খাবার ছাড়াই তিনি বেঁচে ছিলেন তিনি। তাঁকে ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপরাজেয় মনের জোরেই আজ তাঁকে জীবিত উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারী দল। স্থানীয় এক স্কুলের শিবিরে রাখা হয়েছে তাঁকে। জানা গেছে, প্রবল ভূমিকম্পের সময় তাঁর স্বামী ও সন্তানরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও সুনীতা একটি ধসে পড়া পাঁচতলা বাড়ির নীচে আটকে পড়েন। উদ্ধার হওয়ার পর তিনি বলেছেন, ‘মনে হচ্ছে একটা অন্য পৃথিবীতে এলাম। প্রশাসন সূত্রে জানা গেছে, কাঠমান্ডুতে এখনও টন টন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে আছে অনেক মানুষ। তারা জীবিত না মৃত, সে ব্যাপারে নিশ্চিত নয় প্রশাসন। নেপাল প্রশাসন মনে করছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়