Tuesday, April 28

মৈত্রী ট্রেনে তল্লাশির সময় বিজিবির গুলি


পাবনা: পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢাকা-কলকাতাগামী মৈত্রী ট্রেনে তল্লাশি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বিজিবির উপর চড়াও হলে বিজিবি তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে মৈত্রী ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এসে থামে। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা ভারতীয় মালপত্র রয়েছে এমন সন্দেহে ট্রেনের কামরায় ঢুকে যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করে। এসময় তারা প্রায় ২০/২৫ জন যাত্রীর ব্যাগ নিয়ে গেছে। এ ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিজিবি সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বিজিবি সদস্যরা রেলওয়ে থানার সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই ট্রেনে অভিযান চালায়। মৈত্রী ট্রেনের চালক জাহাঙ্গীর হোসেন জানান, তল্লাশির কারণে ট্রেনটি প্রায় ২৫ মিনিট স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। এদিকে ট্রেনযাত্রী আব্দুল হালিমের অভিযোগ, বিজিবি সদস্যরা তার ব্যাগে থাকা ওষুধ ও ক্যামেরাসহ প্রায় ৮০ হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে। কুষ্টিয়ার মিরপুর বিজিবি ক্যাম্পের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী জংশন স্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় মালপত্র উদ্ধার করেছে বিজিবি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়