Tuesday, April 28

ভূমিকম্পের সময় ভবন থেকে বের হওয়া বিপদজনক


কানাইঘাট নিউজ ডেস্ক: নেপালে শনিবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময় ভূমিকম্প অনুভূত হয় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন এলাকায়। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাড়িঘর ও বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসতে গেলে হুড়োহুড়িতে বহু লোক আহত হয়েছেন। শত শত মানুষ বাসা-বাড়ী এবং অফিস কার্যালয় থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। বহুতল অনেক ভবনের ছাদে উঠতে দেখা যায় অনেককেই। কিন্তু ভূমিকম্প হলে আসলে কি করতে হবে সে সম্পর্কে সচেতন নন অনেকেই। বড় ভূমিকম্প হলে কোনভাবেই অবকাঠামো টিকবে না। কিন্তু মাঝারি মাত্রার ভূমিকম্প হলে কাঠামো টিকে যাবে। ঘরের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারলে মাথা কিংবা শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ রক্ষা পেতে পারে। কিন্তু ঘর থেকে বেরিয়ে যাওয়াটা বিপদজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘ভূমিকম্প যখন চলতে থাকে তখন কোনভাবেই আতঙ্কিত হয়ে রাস্তায় নামা যাবে না। বাড়ি ঘর কিংবা অফিস যে যেখানে আছে সেখানেই শক্ত কোনও কিছুর আশ্রয় নিয়ে অবস্থান করতে হবে। যেমন কলাম কিংবা বীমের সংযোগস্থলে, টেবিল বা খাটের নিচে আশ্রয় নিতে হবে। কিন্তু ওপর তলা থেকে নিচে নামা কিংবা রাস্তায় দাঁড়ানো সঠিক সিদ্ধান্ত নয়।’ তিনি আরও বলেন, অনেক সময় দেখা গেছে কম্পনে স্থাপনার কোনও ক্ষতি না হলেও, লাফিয়ে পড়ে কিংবা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ঘর থেকে বেরিয়ে যাওয়াটা বিপদজনক’বলে উল্লেখ করেন অধ্যাপক কামাল। তবে ঢাকার মত একটি জনবহুল এবং বহুতল ভবনে ঠাসা শহরে সে ধরনের সুযোগ কতটা? এ প্রসঙ্গে অধ্যাপক কামাল বলেন, এখানে অফিস বা ভবন নির্মাণের সময় নগর দুর্যোগের কথা বিবেচনা করে তৈরি করা হয়না। সেই দিক থেকে একটা আশঙ্কা থেকেই যায়। তিনি মনে করেন, প্রতিবেশি দেশ নেপালে ৮০ বছর পর এ ধরনের বড় মাত্রার একটি ভূমিকম্প হল। বাংলাদেশে একশ বছরের বেশি সময় আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। ফলে যে কোনও মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প এখানেও হতে পারে বলে গবেষণায় জানা যাচ্ছে। তার মতে, ভূমিকম্পে করণীয় বিষয়ে গণমাধ্যমে সরকার ছোট ছোট তথ্যচিত্রের মাধ্যমে সচেতন করতে পারে। সেইসাথে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়