নিজস্ব প্রতিবেদক:
বিরোধীদলীয় হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, খেলাধুলা সু-শৃংখল জীবন যাপনে অভ্যস্থ করে এবং নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা মানুষের শারিরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরী এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করা সম্ভব।
শুক্রবার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নয়া বাজার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নয়া বাজার প্রথম ফুটবল টুর্ণামেন্টের ফাইনল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বী শরফ উদ্দিন এর সভাপতিত্বে ও শাহেদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারন সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত খেলায় বিলাল ব্রাদার্স স্পোটিং ক্লাব ও শাপলা কুড়ি স্পোটিং ক্লাবের মধ্যকার খেলায় বিলাল ব্রাদার্স স্পোটিং ক্লাব জয় লাভ করে।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়