আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ’র নেতা আবদুল-মালিক আল-হুতিকে আটক বা হত্যা করতে পারলে ২০ কেজি সোনা দেয়া হবে বলে ঘোষণা করেছে আল-কায়েদা।আল-কায়েদার ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়েছে।
প্রচলতি বাজার দরে ২০ কেজি সোনার আর্থিক মূল্য সাত লাখ ৭৪ হাজার ডলার। সৌদি আরব যখন ইয়েমেনের বিরুদ্ধে নির্বিচারে বিমান হামলা অব্যাহত রেখেছে তখন এ ঘোষণা দিল আল-কায়েদা।
প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি ও দেশটির নির্বাচিত সরকারকে সমর্থনে ইয়েমেনে দুই সপ্তাহ ধরে হুথিবিরোধী বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব ও গল্ফজোট। ইয়েমেনে এই জোট প্রথম হামলা করে গত ২৫ মার্চ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়