Friday, April 10

হাফিজ আহমদ মজুমদারকে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট প্রেসক্লাবের উপদেষ্টা ও পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাবেক সাংসদ শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসকাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সর্বজন শ্রদ্ধেয় ক্লিন ইমেজের রাজনীতিবিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, অর্থনীতিবিদ ও সমাজসেবক হাফিজ আহমদ মজুমদার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উক্ত সংস্থার সেবার পরিধি আরো বিস্তৃত হবে। অভিনন্দন দাতারা হলেন, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সহ সভাপতি বাবুল আহমদ, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মঈনুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, মাহবুবুর রশিদ, কাওছার আহমদ, আব্দুন নুর, মিসবাউল ইসলাম চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়