Friday, April 10

আরেকবার সুযোগ চান মনজুর


চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর শুক্রবারে মাঠে নেমেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগও করেছেন। এ সময় তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করার জন্য আরেকবার সুযোগ প্রার্থনা করেছেন। ৭ এপ্রিল থেকে তার পক্ষে বিএনপি নেতাকর্মীরা প্রচারণা চালিয়ে এলেও শুক্রবারই নির্বাচনী প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামেন মনজুর আলম। নির্বাচনী প্রতীক 'কমলা লেবু' পেয়ে বিকাল সাড়ে তিনটায় নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণায় তার সাথে ছিলেন চট্টগ্রাম বিএনপির তিন শীর্ষস্থানীয় নেতা; দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন। প্রচারণায় অংশ নেন মহানগর বিএনপির সহ সভাপতি শামসুল আলম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান শামীম, বিএনপি নেতা মো. মিয়া ভোলা, নিয়াজ মোহাম্মদ খান, কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ। এ সময় তিনি নগরীকে জলাবদ্ধতামুক্ত করাসহ সার্বিক উন্নয়নে যে কাজ শুরু করেছেন তা শেষ করতে এলাকাবাসী ভোট ও সমর্থন কামনা করেন। এছাড়া বক্তব্যে বিএনপি নেতারা প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের বিভিন্ন অভিযোগ আনেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়