ঢাকা: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ বাতিল করার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এ দাবি জানান।
এ সময় সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক অজন্তা, আনোয়ার হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ রনি, আজহারুল ইসলাম অপু ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল উপস্থিত ছিলেন।
সমাবেশ বক্তারা বলেন, যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে দোষী সাব্যস্ত মানবতাবিরোধী অপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ বাতিল করতে হবে। অন্যথায় পরবর্তীতে এই সুযোগের অপব্যবহার করে রাজাকার, আল-বদর যুদ্ধাপরাধীরা পার পেয়ে যেতে পারে।
তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্যও বিশ্ববাসীর প্রতি আহবান জানান। একই সাথে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে নির্বিচারে মানুষ হত্যাকারী, নারী নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়