ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ:
মোড়লের বিরুদ্ধে কথা বললে কী হয়? কী আর হবে, তার মুখ চেপে ধরা হয়! যে কথা বলে তার দিকে বাঁকা চোখে তাকানো হয়। আইসিসির মোড়ল বলে খ্যাত ভারতও তাই করল।
তাদের বিরুদ্ধে কথা বলায় সংস্থার প্রেসিডেন্ট মোস্তফা কামালকে একঘোরে করে রাখা হল।
ফাইনাল শেষে নিয়মানুযায়ী জয়ী দলের কাছে তার ট্রফি তুলে দেয়ার কথা ছিল। কিন্তু তাকে তা করতে দেয়া হল না। দিলেন মোড়লদের বস ভারতীয় ক্রিকেটের বিতর্কিত ব্যক্তি শ্রীনীবাসন।
এই কাণ্ডের পর ভারতীয় কয়েকটি পত্রিকা শ্রীনীর এমন কাণ্ডকে “বিতর্কিত” বলেছে।
বাংলাদেশ ভারত ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করেছিলেন মুস্তফা কামাল। আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলেও আখ্যা দেন তিনি। প্রতিবাদ করেছিলেন বিরতির সময় জায়ান্ট স্ক্রিনে ভারতীয় বিজ্ঞাপন দেখানোর। কিন্তু ন্যায্য এ প্রতিবাদ করে শ্রীনিবাসের দারুণ বিরাগভাজন হন তিনি। মুস্তফা কামালের সমালোচনা করে শ্রীনিবাসনের নির্দেশে প্রেস রিলিস করেন আইসিসির সিইও ডেভ রিচার্ডসন। যা আইসিসির ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন।
Sunday, March 29
এ সম্পর্কিত আরও খবর
ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কানাইঘাটের কাওসারকানাইঘাট নিউজ ডেস্ক:এবার দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেট
তিন বছর নিষিদ্ধ ওমর আকমল কানাইঘাট নিউজ ডেস্ক: তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে
জুমার দিন যে দোয়া পাঠে ৮০ বছরের গুনাহ মাফ হয়ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তার বান্দা
ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, নেই সাকিব-শান্ত-তাওহিদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট ব
কানাইঘাট থেকে ‘হারিয়ে যাওয়া’ সন্তানকে বান্দরবানে খুঁজে পেল পরিবারকানাইঘাট নিউজ ডেস্ক:দুই বছর আগে হারানো মানসিক ভারসাম্যহীন সন্তানকে খুঁজে পেয়েছেন মা। সোমবার সকালে ব
সুযোগ পেলে রাজনীতিতে আসবেন সাকিব কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বাংলাদে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়