নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৫ উপলক্ষে কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১টায় পৌরসভাস্থ পাবলিক হাইস্কুলে এক আলোচনা সভা পরবর্তী উপজেলা সদরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিনের সভাপতিত্বে এবং প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। বক্তব্য রাখেন, উপজেলা প্রতিরোধ কমিটির সেক্রেটারী প্রভাষক আহমদ হোসেন, পাবলিক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, উপজেলা ব্রাক ওয়াশ কর্মসূচীর ম্যানেজার হাবিবুর রহমান, কর্মসূচীর সংগঠক শফিকুল ইসলাম, বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, পাবলিক স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাকারিয়া, আলম হাওলাদার, শিক্ষিকা ইতি চক্রবর্তী, জেবিন বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্নীতি বিরোধী প্লেকার্ড, ব্যানার বহন করে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহনে র্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে হলে সবার আগে দুর্নীতি মুক্তি দেশ ও সমাজ গড়ে তুলতে হবে। একমাত্র দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই মানুষের মৌলিক সকল অধিকারের পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়