স্পোর্টস ডেস্ক, কানাইঘাট নিউজ:
অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সেই অজি গ্রেট রিকি পন্টিং নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন। অস্ট্রেলিয়া দলটা নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। বর্তমান দলটির কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছেন না তিনি। যদিও নিউজিল্যান্ডকে যথেষ্ঠ ভালো দলও মনে করছেন।
কাল মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অনেকের মতো রিকি পন্টিংও এগিয়ে রাখছেন স্বাগতিক অস্ট্রেলিয়াকে। সাবেক এ অজি অধিনায়ক বলেন,‘ দুটো দলই দারূণ। তবে আপনি যদি অস্ট্রেলিয়ার দুর্বলতা খুঁজেন তাহলে একটিও পাবেন না।’
ক্রিকেটে পরাশক্তি অস্ট্রেলিয়া। এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ ঘরে তুলেছে তারা। অন্যদিকে একবারও বিশ্বকাপ জিততে পারেনি নিউজিল্যান্ড। মেলবোর্নে প্রথমবার বিশ্বকাপ জিততে মাঠে নামবে কিউইরা। তবে ফাইনালে নানা কারণে রিকি পন্টিং এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে। শক্তিশালী ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ভালো কিছু অল রাউন্ডার আছে দলে। মেলবোর্নের কন্ডিশনও অজিদের ভালো জানা।
রিকি পন্টিং বলেন,‘ নিউজিল্যান্ড দারুণ দল। তারা অসাধারণ ক্রিকেট খেলছে। এখনও হারতে হয়নি তাদের। অস্ট্রেলিয়ার চেয়ে ভালো করার মানুষিকতা নিয়েই তারা মাঠে নামবে। তবে নিজেদের মাঠ হওয়ার সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইবে না ক্লার্করা।’
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়