Saturday, March 28

সম্পত্তি দান করলেন অ্যাপেল কর্তা


কানাইঘাট নিউজ ডেস্ক: পৃথিবীর বৃহত্তম টেকনলজিক্যাল করপোরেশনের চিফ এগজিকিউটিভ অফিসার তিনি। খুব স্বাভাবিক কারণেই তার নাম খবরের শিরোনামে থাকে। তবে শুধুমাত্র বাণিজ্যকেন্দ্রিক খবরের জন্যে নয়, তিনি শিরোনামে থাকেন অন্য মর্মস্পর্শী খবরের জন্যেও। ঠিক যেমন কয়েক মাস আগে নিজের সেক্সুয়ালিটি নিয়ে খোলাখুলি জনসমক্ষে কথা বলেছিলেন অ্যাপেল সংস্থার সিইও টিম কুক। বিনা কোনও দ্বিধায় স্বীকার করে নিয়েছিলেন যে, তিনি 'GAY'। হইচই পড়ে গিয়েছিল সারা বিশ্বে.... এর আগে প্রথম সারির কোনও সংস্থার সিইও এভাবে নিজের যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলেননি। সেই হইচইয়ের রেশ মিটতে না মিটতেই তিনি আরও একবার চলে এলেন খবরের শিরোনামে। ফরচুন ম্যাগাজিনে বেরোনো একটি খবর অনুযায়ী অ্যাপেল সংস্থার সিইও টিম কুক তার ৭ হাজার ৮৫০ লাখ ডলার পরিমাণের সম্পত্তি দান করে দেবেন। তবে এর আগে তার ১০ বছর বয়সি ভাইপো-র পড়াশোনার যাবতীয় খরচ রেখে যাবেন আলাদা করে। ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, তিনি পুকুরের সেই ছোট্ট পাথরটি হতে চান, যা পুকুরে পড়লে সামান্য হলেও তরঙ্গিত হয় পুকুরের জল। এই পদক্ষেপ আগামী দিনে তার মতো আরও অনেককেই অনুপ্রাণিত করবে। ৫৪ বছর বয়সী টিম কুকের আগে এমনই জনসেবামূলক কাজে এগিয়ে এসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং ওরাকেল-এর ল্যারি এলিসন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়