Saturday, March 28

নাদিম মোস্তফা কারাগার থেকে হাসপাতালে


রাজশাহী: বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট নাদিম মোস্তফা বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, নাদিম মোস্তফা বুকে ব্যথা অনুভব করেন। কারাগার হাসপাতালের চিকিৎসকরা দেখে তাকে রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। চিকিৎসকরা যদি মনে করেন,তবে রামেক হাসপাতালে তার চিকিৎসা চলবে। গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে যৌথবাহিনী নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়