ঢাকা: চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে ২০ দলীয় জোট। আজ শনিবার বিকাল চারটার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় জোটের বৈঠক ডাকা হয়েছে। ওই সভায় মনজুরকে সমর্থন দেয়া হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, স্থানীয় ২০ দলীয় জোট মনজুর আলমকে মেয়র নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিতে পারে। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও জোটের নেতারা উপস্থিত থাকবেন।
গতকাল শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ মনজুর আলম। এর আধা ঘণ্টার মধ্যে তিনি মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়