ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার রাত ১২ টার মধ্যে পদত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছেন কামরুল হাসান নাসিম।
১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে কামরুল হাসান নাসিম বর্তমান রাজনৈতিক সংকটকালীন সময়ে নিজেকে বিএনপির মুখপাত্র হিসাবে দাবি করেছিলেন।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামরুল হাসান নাসিম বলেন, আজ রাত ১২ টার মধ্যে খালেদা জিয়া পদত্যাগ না করলে আগামী ৬ ফেব্রুয়ারি ১ হাজার ৭ শ’ জিয়া সৈনিক তাকে পদত্যাগ করতে বাধ্য করবেন।
তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে উচ্চ আয়ের বাংলাদেশ করার তাগিদে ২ ফেব্রুয়ারির মধ্যে বেগম খালেদা জিয়ার অপসারণের আল্টিমেটাম ১৬ জানুয়ারি আমি ঘোষণা করেছিলাম। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একটি অর্থবহ সংলাপের জন্য তাগিদ দেয়া হয়েছিল। তবে বিএনপির বর্তমান অবৈধ চেয়ারপারসনের সঙ্গে সেই সংলাপ করা যাবে না। আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার পরেই প্রধানমন্ত্রীকে সংলাপের ঘোষণা দিতে হবে।
বিএনপির মুখপাত্র হিসাবে নিজেকে দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেখানেই থাকুক না কেন ৬ ফেব্রুয়ারি তার কাছে আমরা পৌঁছাবো। আর সবাই বেগম জিয়ার উদ্দেশ্যে বলবো ‘মা’ তুমি পদত্যাগ করো।
নাসিম বলেন, বেগম জিয়ার পদত্যাগই দল ও দেশের এই মুহূর্তে একমাত্র সংকট উত্তরণের পথ। তবে দীর্ঘমেয়াদী সংকট উত্তরণে প্রধানমন্ত্রীকেও বিএনপির সাথে সংলাপে বসতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনরা ধৈর্য ধারণ করুন, নাশকতায় নিজেদের জড়াবেন না। আর কারো ব্যক্তিস্বার্থে আমরা বলি হব না।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়