Saturday, February 28

ইউক্রেন ইস্যুতে অবশেষে রাশিয়ার পাশে চীন


কানাইঘাট নিউজ ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রাশিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগগুলোকে গুরুত্বসহকারে বিবেচনায় নেয়ার জন্য পশ্চিমা পরাশক্তিগুলোর প্রতি আহবান জানিয়েছেন চীনের এক কুটনীতিক। এ আহবানের মধ্য দিয়ে চীনের ওই শীর্ষস্থানীয় কুটনীতিক ইউক্রেন সংকটে রাশিয়ার অবস্থানের প্রতি চীনের নজিরবিহীন ও খোলামেলা সমর্থনের কথাই যেন জানান দিলেন। বেলজিয়ামে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কু জিং এর উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া বৃহস্পতিবার জানায় যে, কু জিং ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং পশ্চিমা পরাশক্তিগুলোর প্রতিযোগীতার নিন্দা জানান। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি পশ্চিমা পরাশক্তিগুলোর জিরো টলারেন্স নীতি ত্যাগের আহবানও জানান তিনি। তিনি বলেন, ইউক্রেন সংকটের মূল কারণ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা পরাশক্তিগুলোর মধ্যকার ‘খেলা’। তার মতে, পশ্চিমা পরাশক্তিগুলোর হস্তক্ষেপের ফলে ইউক্রেন সংকট আরো জটিল রুপ ধারণ করবে। আর রাশিয়ার প্রতি যদি পশ্চিমা পরাশক্তিগুলো তাদের আচরণে পরিবর্তন না আনে তাহলে মস্কো হয়তো ভাবতে পারে যে তাদের প্রতি অবিচার করা হচ্ছে। ইউক্রেন ইস্যুতে এই প্রথমবারের মতো রাশিয়ার অবস্থানের প্রতি কার্যত প্রকাশ্য সমর্থন জ্ঞাপন করলো চীন। এর আগে অনেক আন্তর্জাতিক কুটনৈতিক ইস্যুতেই চীন ও রাশিয়া পরস্পরের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। কিন্তু ইউক্রেন সংকটের শুরু থেকেই চীন রাশিয়ার প্রতি প্রকাশ্য সমর্থন জ্ঞাপনে বিরত থাকে। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখার জন্য দেশটির প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগীতা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে চীন। প্রসঙ্গত, রাশিয়ার উপর আরো কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের ব্যাপারে পশ্চিমা পরাশক্তিগুলোর আলাপ-আলোচনার মাঝেই চীনা কুটনীতিক কু জিং এসব মন্তব্য করলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়