ঢাকা: সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করার জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আর বেশী দূরে নয়। নির্বিচারে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করার আদেশ দান করে তিনি সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। আর তার দলের নেতা-মন্ত্রীরা মিছিলকারীদের কোন কোন অঙ্গে কিভাবে গুলি করতে হবে তার নির্দেশনাও দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল দরজা বন্ধ ও ব্যক্তি স্বাধীনতা হরণ করে সরকার মূলত উগ্রপন্থাকেই উৎসাহিত করছে। যার ফলশ্রুতিতে দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ বিলুপ্তপ্রায়। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে এই ফ্যাসিবাদী অবৈধ সরকারকেই তার দায় নিতে হবে।
রবিবার দৈনিক নিউ এইজ পত্রিকার দু’জন সাংবাদিককে পুলিশি নির্যাতন করার ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশের সাংবাদিক সমাজকে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে দমন ও নিয়ন্ত্রণ করে কোনো সরকার গদি রক্ষা করতে পারেনি। বর্তমান এই অবৈধ সরকারও পারবে না।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়