কানাইঘাট নিউজ ডেস্ক:
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নেতা আলেক্সান্দার জাখারচেঙ্কো তাদের বাহিনীতে আরো ১ লাখ যোদ্ধাকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই আরো তীব্র আকার ধারণের প্রাক্কালে এই ঘোষণা দিলেন তিনি।
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা বর্তমানে ডেবাল্টসিভে নামে দেশটির একটি প্রধান শহর দখলে লড়াই চালিয়ে যাচ্ছে। ওদিকে বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক শহরের প্রধান প্রধান এলাকাগুলোতে সরকারি বাহিনীর কামানের গোলার হামলা চলছে।
আরো ১ লাখ যোদ্ধা নিয়োগ দেবে ইউক্রেনের বিদ্রোহীরা
দোনেৎস্ক নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মি. জাখারচেঙ্কো বলেন, ‘আগামী ১১ দিনের মধ্যেই বিদ্রোহী বাহিনীতে আরো ১লাখ যোদ্ধা নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’ স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান এই বিদ্রোহী নেতা আরো বলেন, ‘স্বেচ্ছাসেবী হিসেবে নতুন ওই ১ লাখ যোদ্ধাকে নিয়োগ দেয়া হবে।’
এদিকে বিচ্ছিন্নতাবাদীরা দেবাল্তসিভে শহরের উপকন্ঠে এসে পড়েছে এ খবরে শহরটির কয়েকশত বেসামরিক নাগরিক শহর ছেড়ে পালিয়ে গেছেন। অন্যদিকে, ইউক্রেন সরকারও দেবাল্তসিভে শহরে তাদের বাহিনীর শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে। রবিবার শহরটির উদ্দেশে সরকারি ট্যাঙ্ক ও ভারী সামরিক যানবাহন রওয়ানা করতে দেখা গেছে।
অন্যদিকে, বেলারুশের রাজধানী মিনস্কে শনিবার অনুষ্ঠেয় ইউক্রেন সরকারের সঙ্গে বিদ্রোহীদের এক যুদ্ধ বিরতি আলোচনা ভেস্তে গেছে। বিদ্রোহী নেতারা বৈঠকে হাজির না হওয়ায় আলোচনার উদ্যোগটি ভেস্তে যায়।
আরো ১ লাখ যোদ্ধা নিয়োগ দেবে ইউক্রেনের বিদ্রোহীরা
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের সরকার ও বিদ্রোহীদের মধ্যে মিনস্কে একটি ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু গতমাসে বিদ্রোহীরা সরকারি বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে পুনরায় হামলা শুরু করলে এবং দোনেৎস্ক বিমান বন্দর দখল করে নিলে ওই অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে পড়ে।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়