ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। বাসটিতে আগুন দেয়ার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় দায়ীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ৮টায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নেভায়। বিহঙ্গ পরিবহনের বাসটি মিরপুর-১২ থেকে গুলশান নতুন বাজার রুটে চলাচল করে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা পুলিশ সনাক্ত করতে পারেনি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর আনজুম রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়