Monday, February 2

মন্ত্রী-এমপিদের সঙ্গে গোপন বৈঠকে এরশাদ


ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের মন্ত্রী ও এমপিদের সঙ্গে গোপনে বৈঠকে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে মধ্যাহ্নভোজের আড়ালে এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জাতীয় পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে মধ্যাহ্নভোজের আড়ালে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। দলের মন্ত্রী ও এমপিরা এই বৈঠকে অংশ নেবেন। বৈঠকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির অবস্থান ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বলে জানা গেছে। জানতে চাইলে এরশাদের প্রেস সচিব সুনিল শুভ রায় ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘দলের চেয়ারম্যান মন্ত্রী ও সাংসদদের দুপুরে খাওয়ার জন্য র‌্যাডিসনে দাওয়াত দিয়েছেন। এর বাইরে অন্য কিছু নয়। এটা গেট টু গেদার’ এর আগে বনানী কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে এক বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, “দুই দলই ব্যর্থ। দুই দলকেই আর জনগণ চায় না।” জাতীয় পার্টিই জনগণের একমাত্র আস্থার দল বলেও দাবি করেন সাবেক এই সেনাশাসক। জাতীয় পার্টির জন্য এখন কাজ করার সবচেয়ে সুযোগ উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “তোমরা কাজে নেমে পড়। এখনই কাজ করার সময়।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়