Monday, February 2

কেমন আছেন তামিম?


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: দরজায় বিশ্বকাপ। সবাই মোটামুটি নিজেদের গুছিয়ে নিয়েছে। বাংলাদেশও নিচ্ছে। চিন্তা শুধু ওপেনার তামিম ইকবালকে নিয়ে। ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া এবং অনুশীলন এক সঙ্গে চালিয়ে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিমের সর্বশেষ অবস্থা জানতে যোগাযোগ করা হয় বিসিবির সঙ্গে। নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, বিসিবিও তামিমকে নিয়ে একটু চিন্তায় আছে। কারণ ডাক্তার নাকি বলে দিয়েছেন, এই ইনজুরিটা যে কোনো সময় আবার দেখা দিতে পারে। তবে সম্ভাবনা কম।’ এমন পরিস্থিতিতে তামিম বাংলাদেশের প্রথম দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন না বলে জানা গেছে। ম্যাচ দুটি ৩ ও ৫ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটিতে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ক্লার্কেরও। তামিমকে ৯ ও ১২ তারিখের ম্যাচে খেলানো হতে পারে। এখন তিনি নেটে ব্যাটিং করছেন, দৌড়াচ্ছেনও। তবে অস্ত্রোপচারের জায়গা পুরোপুরি ঠিক হলো কি না, বোঝার জন্য দ্রুতগতির যে স্প্রিন্ট দেওয়ার কথা, সেটা এখনো দেননি। অস্ত্রোপচার হওয়া হাঁটু ওই দৌড়ের ভার ও গতি সহ্য করতে পারলেই ধরে নেওয়া যাবে তামিম খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তাই তামিমকে দলে পেতে এখনো ‘যদি’র উপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়