Monday, February 2

মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সদস্যের মৃত্যুদণ্ড বহাল!


কানাইঘাট নিউজ ডেস্ক: মিশরের একটি আদালত দেশটির নিষিদ্ধ ঘোষিত ইসলামি রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সদস্যের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন। ২০১৩ সালে মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে কেরদাসা নামের একটি থানায় হামলার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। ওই হামলায় কেরদাসা থানার অন্তত ১১ জন কর্মকর্তা নিহত হয়েছিলেন। ২০১৩ সালের জুলাইয়ে মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর মুরসিপন্থী বিক্ষোভকারীদের উপরও ব্যাপক ক্র্যাকডাউন চালানো হয়। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর উপর পাল্টা হামলার ধারাবাহিকতায় কেরদাসা থানায় হামলার ওই ঘটনা ঘটে। এরপর থেকে আটক কয়েকশত মুরসি সমর্থককে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু একটি মৃত্যুদণ্ডাদেশও এখনো কার্যকর করা হয়নি। মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ দেশটির গ্রান্ড মুফতির পরামর্শক্রমে মৃত্যুদণ্ডের ওই রায় দেয়া হয়। তবে এই রায়ের বিরুদ্ধে আসামীদের আপিল করার সুযোগ রয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের জুনে অনুষ্ঠিত এক নির্বাচনের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসেন ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। কিন্তু এর এক বছর পরই মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড এবং এর সমর্থকদের উপর ব্যাপক ধরপাকড় শুরু হয়। এর প্রতিবাদে মুরসি সমর্থকরা রাজপথে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে অন্তত সহস্রাধিক মুরসি সমর্থক নিহত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়