Saturday, January 31

অদ্ভুত এক ট্যাটুর আবিষ্কার


কানাইঘাট নিউজ ডেস্ক: ইতালির বিজ্ঞানীরা চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, তারা ‘ওৎজি দ্য আইসম্যান’ নামে পরিচিত ৫ হাজার ৩০০ বছর বয়সের একটি মমির পাঁজরে অদ্ভুত এক ট্যাটুর সন্ধান পেয়েছে। এটি তাদের কাছে বিস্ময়কর একটি বিষয় বলে মনে হচ্ছে। এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এই আবিষ্কারে অবদান রাখা বিজ্ঞানী ড. আবলার্ট জিঙ্ক বলেছেন, আমরা এটি প্রত্যাশা করেছিলাম না। এটি সাধারণ কোনও বিষয় থেকে একেবারেই ভিন্ন। ১৯৯১ সালে দুই জার্মান নাগরিক অস্ট্রিয়া ও ইতালি সীমান্ত থেকে ওৎজিকে আবিষ্কার করে। তারপর থেকে গবেষকরা বিশেষভাবে সংরক্ষণ করে রাখা এই মমির উপর অনেক ধরনের গবেষণা চালিয়েছেন। তারা ধারণা করছেন, এই লোকের যখন মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল ৪৫ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া তার দাঁতে ক্ষয়রোগ ছিল বলে তারা ধারণা করছেন। এই গবেষণার জন্যে জিঙ্ক ও তার সহকর্মীরা নন-ইনভ্যাসিভ ফটোগ্রাফী টেকনিক ব্যবহার করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়