Saturday, January 31

গাছবাড়ী মডার্ণ একাডেমীতে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও স্কুল ড্রেস বিতরণ


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গাছবাড়ী মডার্ণ একাডেমীর ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য এক বিদায়ী অনুষ্ঠান ও একাডেমির শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ শনিবার একাডেমী ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও একাডেমীর সিনিয়র শিক্ষক হানিফ আহমদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মিফতাহুল বর চৌধুরী, সিনিয়র শিক্ষক করম উল্লাহ, আসাদুজ্জামান, এবাদুর রহমান, মাসুদা বেগম প্রমুখ।যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদের অর্থায়নে একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা,মনোবল এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তোমাদের প্রত্যেককে উদ্যোক্তা হতে হবে তোমরা নিজেদের জন্য চাকুরি খোঁজবেনা বরং মানুষকে তোমাদের অধীনে চাকুরি দিবে। বক্তারা প্রত্যক বিত্তবান ব্যাক্তিদের ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়