কানাইঘাট নিউজ ডেস্ক:
রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন মার্কিন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে রুশ তারকা শারাপোভার বিপক্ষে সেরেনার জয়টি এসেছে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে।
এই জয়ে কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাদ্রাতিলোভার ১৮ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে গেলেন সেরেনা। টেনিসের গ্র্যান্ডস্ল্যাম আসরে তাঁর শিরোপা এখন ১৯টি। সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়তে সেরেনার সামনে বাধা এখন কেবল স্টেফিগ্রাফ (২২ শিরোপা)।
এটি সেরেনা উইলিয়ামসের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। গত এক সপ্তাহ ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন সেরেনা উইলিয়ামস। যে কারণে শুক্রবার ভালভাবে অনুশীলনও করতে পারেননি তিনি। তবে শনিবার ফাইনালে শারাপোভার বিপক্ষে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি বর্তমান বিশ্বের এই শীর্ষ প্রমীলা টেনিস সুপারস্টারকে।
সেরেনা-শারাপোভা ফাইনালটা বৃষ্টি বিড়ম্বনায় পড়েছে শুরুতে; ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ে অনেকটা সময় পরে। লড়াই শুরুর পর শারাপোভার চ্যালেঞ্জ জয় করে প্রথম সেট সহজেই জিতেছেন সেরেনা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছেন শারাপোভা। যদিও তাতে করে সেরেনার শিরোপা জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেননি তিনি।
এই জয়ের সুবাদে গ্র্যান্ডস্ল্যাম শিরোপার সংখ্যায় সাবেক টেনিস গ্রেট মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টকে ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। আর ৩টি গ্র্যান্ডস্ল্যাম জিততে পারলে জার্মানির সাবেক টেনিস তারকা স্টেফি গ্রাফের সঙ্গে সর্বকালের সেরা গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকার রেকর্ডটি ভাগাভাগি করতে পারবেন সেরেনা।
অবশ্য চলতি বছরই সেই সুযোগ রয়েছে ৩৩ বছর বয়সী এই মার্কিন টেনিস তারকার সামনে। কেননা, বছরের আরও ৩টি গ্র্যান্ডস্ল্যাম আসর এখনো বাকি রয়েছে। আসরগুলো হচ্ছে- ফরাসি ওপেন, উইম্বলডন টেনিস এবং ইউএস ওপেন।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়