ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলা থেকে মাইনুদ্দিন রাসেল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত কুমার রায় জানান, মাইনুদ্দিন বাণিজ্য মেলার ২৩ নম্বর স্টলে কাজ করে। শুক্রবার দিবাগত রাতে কাজ শেষে খাওয়া-দাওয়া করে দোকানের আরও দুই কর্মচারীসহ সে ঘুমাতে যায়।
শনিবার সকালে মাইনুদ্দিনের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাকি দু’জনের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে খবর দিয়ে তারা এসে মাইনুদ্দিনকে মৃত দেখতে পায়।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই অনন্ত।
মাঈনুদ্দিন রাসেল নোয়াখালীর কবিরহাটের দেলোয়ার হোসেনের ছেলে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়