Wednesday, January 7

রাজধানীতে ৪ বাসে আগুন


ঢাকা: রাজধানীর মিরপুর, পল্টন, খিলগাঁও ও পুরান ঢাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার পর বাসগুলোতে আগুন দেয়া হয়। এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন দেয়ার সময় পেট্রলসহ আটক করা হয় মো. সরোয়ার আলম (৪০) নামে এক ব্যক্তিকে। জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি মিরপুর থেকে আবদুল্লাহপুর যাতায়াত করতো। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুরান ঢাকার কোতোয়ালি থানার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটের সামনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিল। খিলগাঁও এলাকায় একটি বাসে আগুন দেয়ার সময় সরোয়ার আলম নামে এক পিকেটারকে পেট্রলসহ আটক করেছে পুলিশ। বাসটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পানির বোতলে করে বাসে আগুন দেওয়ার সময় তাকে আটক করা হয়। এছাড়া সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম মসজিদের সামনে সংস্থাপন মন্ত্রণালয়ের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার বলেন, সন্ধ্যার পর রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়