Wednesday, January 7

ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য কানাইঘাট ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কানাইঘাটের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা কৃষিবিদ নিজাম উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, কানাইঘাটের সোনালী ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আমাদের মেধাবী সন্তানরা। কানাইঘাট আর শিক্ষা দীক্ষা ও সামাজিক আন্দোলনে পিছিয়ে নেই উল্লেখ করে তিনি আরো বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সুদূর প্রবাসেও কানাইঘাটের মেধাবী সন্তানরা সবক্ষেত্রে তাদের যোগ্যতা অর্জন করে কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। দেশের বড় বড় উচ্চ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ইউরোপের নামি দামী ইউনিভার্সিটিতে এ জনপদের অসংখ্য সন্তানরা আজ উচ্চ শিক্ষা অর্জন করার জন্য অধ্যয়ন রত রয়েছে। তিনি কানাইঘাটকে এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ও তাদের মেধা বিকাশের জন্য সরকারের পাশাপাশি সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নিজাম উদ্দিন আহমদ চৌধুরী গত সোমবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা জামাল মাসুকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ তাহের আহমদ, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, ইতালি প্রবাসী মোঃ জামাল উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল হাই, ফ্রান্স প্রবাসী ইকবাল উদ্দিন আহমদ চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শিক্ষক নেতা সাইফুল ইসলাম মাসুক, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক শামসুল করিম, নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তফজ্জুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র নিজাম উদ্দিন আহমদ চৌধুরীকে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা স্বরূপ পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়