ঢাকা: ছাত্রলীগকে দেশরক্ষায় সর্তক থাকতে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেছেন, ‘ওই ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে যেমন জুমার নামাজের পর বোমা হামলা হয়। ঠিক সেইভাবে এ দেশের অবস্থা সৃষ্টি করতে চায় তারা। তাই ছাত্রলীগকে বলব দেশ রক্ষায় ও ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।’
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমু এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন মানুষ মারার আন্দোলন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘তাদের ইতিহাস মানুষ মারার ইতিহাস। ১৯৭১ সালে যারা গণহত্যায় জড়িত ছিল, তাদের সহযোগী হওয়ায় আজ তাদের আন্দোলনের এ চিত্র।’
আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনসহ বহু আন্দোলন করেছিলাম। কিন্তু আমাদের আন্দোলনে কখনো বাসে পেট্রোলবোমা মেরে ঘুমন্ত মানুষ হত্যা করিনি। ড্রাইভারকে হত্যা করিনি। আর তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করছে।
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নাই। এটা ২০১৯ সালেই হবে। আপনার আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানো ও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা।’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আখতারুজ্জামান।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়