Thursday, January 8

বদর উদ্দিন কামরানের গাড়ী লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় কানাইঘাটে মিছিল


নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন কামরানের গাড়ী লক্ষ্য করে ককটেল নিক্ষেপের সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে কানাইঘাট সোনারবাংলা গ্রুপের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট পৌর শহরের বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সোনারবাংলা গ্রুপের সভাপতি উপজেলা আ’লীগের সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাসুম আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা এবাদুর রহমান মুজাই, আলিম উদ্দিন, নজমুল ইসলাম, হারুন রশিদ, যুবলীগ নেতা মাহবুব আলম, জুবেল, মাতাব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সম্পাদক জুনেদ হাসান জীবান, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, মামুন, এখলাছ, হারিছ, ছাত্রলীগ নেতা সিহাব উদ্দিন, মক্তার, মিজান, আকসর, রিয়াজ, কামরুল, বাহার প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়