Sunday, December 7

দৈত্য নয় কুমির!


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথম দেখায় দৈত্য ভেবে ভুল করতে পারেন। মাথাটাও ঘুরতে পারে। কাছে গেলে আপনার প্রাণটাও যেতে পারে। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখলে, বুঝতে পারবেন ও দৈত্য নয় দৈত্যাকৃতির কুমির। বিশাল আকৃতির এই কুমিরটি পাকড়াও করেছেন যুক্তরাষ্ট্রের ক্লার্ক উডুসবাই। দৈত্য নয় কুমির! কিছুদিন আগে এক ব্যক্তি ক্লার্ককে কুমিরটির কথা জানান। তথ্য পেয়েই দলবলে কুমির ধরতে হাজির হন তিনি। অনেক খাটুনির পরে এটাকে ধরে ১৪ ফুট নৌকায় তোলেন। ক্লার্ক জানিয়েছেন, এটার ওজন ৭১৯ ফাউন্ড। তবে ৭১৯ ফাউন্ডের এই কুমিরটি ধরেও রেকর্ড করতে পারেননি তিনি। এখন পর্যন্ত ধরাপড়া সবচেয়ে বড় কুমিরটির ওজন এক হাজার ৪৩ পাউন্ড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়