Sunday, December 7

নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন অ্যাস্টোন কার্টার


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পেণ্টাগনের সাবেক কর্মকর্তা আস্টোন কার্টারকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনীত করেছেন।বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের স্থলাভিষিক্ত হবেন কার্টার। হেগেল গত মাসে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে পেন্টাগনের প্রধান অস্ত্র ক্রেতা এবং সহকারী প্রতিরক্ষামন্ত্রী ছিলেন কার্টার। ওবামা তাকে মনোনীত করার পর এখন তার রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেটের অনুমোদন পাওয়ার প্রয়োজন পড়বে। ১১ জন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কার্টারের। সে হিসেবে একজন প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ হিসেবে এ পদে কাজ করতে পারবেন তিনি। ইরাক, সিরিয়ায় আইএস এর সঙ্গে লড়াই, পশ্চিম আফ্রিকায় ইবোলা মোকাবেলার মতো নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিতে চলেছেন কার্টার। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে পরিবর্তন আনার চেষ্টাতেই ওবামা চাক হেগেলকে সরিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের এই সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়