ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় বিনামূল্যে বই বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদরাসায় এ উৎসব পালিত হবে। সকল শিক্ষার্থী বই পাবে।
সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেমসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী দেশের সব স্কুল-মাদরাসায় বই পৌঁছানোর খোঁজখবর নেন। তিনি বই বিতরণে কোনো কর্মকর্তা-কর্মচারী, কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকসহ সংশ্লিষ্ট কেউ কোনো গাফিলতি করলে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে সতর্ক করে দেন।
আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবেন। আগামী ১ জানুয়ারি ২০১৫ তারিখ সকাল দশটায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়