Sunday, December 7

কারো চাপেই মধ্যবর্তী নির্বাচন নয়


ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আমেরিকা কিংবা বিদেশি কোন রাষ্ট্রের চাপেই বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হবে না। আওয়ামী লীগ কারো কথায় নির্বাচন দেবেও না। নির্বাচন হবে সংবিধান মতে, যথাসময়ে। রবিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরী এবং বরণ্যে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বিএনপির দুই নেতার দুই রকম বক্তব্যে প্রমাণ করে গুলশানে খালেদা জিয়া সরকারি কর্মকর্তাদের নিয়ে সরকার উৎখাতের যড়যন্ত্র করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন কোন বৈঠক হয়নি আবার খালেদার প্রেস সচিব মারুফ কামাল জানিয়েছেন বৈঠক হয়েছে। এই দ্বিমুখী বক্তব্য প্রমাণ করে গভীর যড়যন্ত্রে লিপ্ত বিএনপি। সংগঠনের সহ-সভাপতি ও প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান, পিযূষ বন্দোপাধ্যায়, ঢাকা মহনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়