Sunday, December 7

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে লাগাতার কর্মসূচি


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে । বেলা দেড়টার দিকে রাজধনীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে ফখরুল বলেন, যেদিন থেকে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেবে ২০ দলীয় জোট।এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বেলা পৌনে ১টার দিকে এ বৈঠক শুরু হয়। বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।সংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সভা মনে করে সরকার যদি শেষ পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাসের মূল বৃদ্ধি করেই তাহলে যেদিন বাড়ানো হবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়